বাংলাদেশ নৌ বাহিনীর নাবিক ও এমওডিসি নিয়োগ – ২০২২ (২০২৩ ব্যাচ)
বাংলাদেশ নৌ বাহিনীর নাবিক পদে এবং এমওডিসি পদের বিভিন্ন ক্যাটাগরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত তথ্যাদিসহ আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই ভিডিও আপলোড করা হয়েছে। দেখে নিতে পারেন। ভিডিও ।
মূল বিষয়ঃ
২০২২ সালের শেষ ধাপের নাবিক পদের বিভিন্ন শাখায় এবং নৌ বাহিনীর এমওডিসি শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটিতে ডাটা এমনভাবে সেট করা হয়েছে। আপনি আপনার শিক্ষাগত, বয়স এবং জেলা উল্লেখ পূর্বক সংক্ষেপ তথ্য দিয়ে ছোট্ট একটি ফরম পূরণ করেই মুহুর্তেই জানতে পারবেন, আপনি কোন কোন পদে আবেদন করার জন্য যোগ্য। যদি বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং জেলার কোটার সাথে ম্যাচিং না করে, তাহলে কোন পদেই আবেদন করার সুযোগ পাবেন না। এই নিয়োগের বিস্তারিত জানতে সাথেই থাকুন।
শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগের ধরণঃ
নাবিক পদে বা নাবিক সমমান পদে সাধারণত ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ সম্পন্ন করা হয়। যেমন ডিই/ইউসি এর সিম্যান কমিউনিকেশন ও টিকনিক্যাল শাখায় এবং মেডিকেল, পেট্রোলম্যান, স্টোর ম্যান পদে আলাদা আলাদা ভাবে নিয়োগ দেয়া হয়। এছাড়ও কুক ও স্টুয়ার্ড এবং টোপাস পদেও নিয়োড় দেয়া হয়েছে। নাবিক পদের সকল ক্যাটাগরী এবং এমওডিসি পদের শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা রয়েছে। ঠিক যেমনটা নিচে দেখতে পাচ্ছেন।

বয়স এবং শারিরীক যোগ্যতাঃ
শারিরীক যোগ্যতা হিসেবে প্রদর্শিত নিচের ছক মোতাবেক পদ অনুসারে যোগ্য হতে হবে। এছাড়ও, সকল পদের জন্যই প্রার্থীকে অব্শ্যই পুরুষ এবং অবিবাহিত ও সাতার জানা হতে হবে।
বয়স , যা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলা যায় এই নিয়োগে। আগামী ০১ জানুয়ারি ২০২৩ তারিখে নাবিক ক্যাটাগরিতে সকল পদে ১৭ থেকে ২০ বছর এবং অন্যদিকে এমওডিসি পদে বা শাখায় ১৭ থেকে ২২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

প্রয়োজনীয় নথিপত্রাদীঃ
পরীক্ষার দিন অবশ্যই এই সকল নথিপত্রাদি সঙ্গে নিয়ে যেতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটিতে জেলা অনুযায়ী শূন্য পদের সংখ্যা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। যদিও অনলাইনে আবেদন করার সময় জেলা অনুযায়ী কোটা বা শূন্যপদের বিপরীতে আবেদন করা যাবে কিনা, সেটার তথ্য প্রদর্শিত হবে। তবে আপনি চাইলেই, নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে নিজ জেলার ভ্যাকান্সি দেখে নিতে পারেন। নিয়োগ পত্রটি ডাউনলোড করার জন্য, এখানে ক্লিক করতে পারেন।
আবেদনের সময়সীমাঃ
আগামী ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিথ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করার প্রাথমিক স্টেপ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটি দেখতে পারেন।
পরামর্শঃ
একজন প্রার্থীকে আবেদন করার পূর্বে এবং পরে, নিয়োগ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে বিস্তারিতভাবে পড়া উচিত। সকল প্রার্থীর জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আলোচনাটি এখানেই শেষ করছি। সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন।
সবাইকে ধন্যবাদ।
Download Full HD Circular 2022 (2023 Batch) – Sailor & MODC
আরো দেখুনঃ
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি (২০২২) –
Pingback: সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২২