এমওডিসি সার্কুলার ২০২২ – বাংলাদেশ বিমান বাহিনী
বাংলাদেশ এমওডিসিতে যোগদিন এবং দেশ সেবায় গর্বীত একজন সদস্য হউন। এমওডিসি সার্কুলার তথা আবেদন পদ্ধতি জানার আগে জানা দরকার যে, এই সদস্যদের দায়িত্ব-কর্তব্য গুলো কী কী এবং অন্যান্য সুযোগ সুবিধা। চলনু তাহলে শুরু করা যাকঃ
এমওডিসি সদস্যদের দায়িত্ব-কর্তব্য
আমরা জানি সামরিক বাহিনী হচ্ছে তিন বাহিনীর সমন্বয়ে গঠিত। অর্থাৎ সেনা নৌ এবং বিমান বাহিনীর সম্মিলিত নামই হচ্ছে মূলত সশস্ত্র বাহিনী বা সামরিক বাহিনী। যাকে ইংরেজীতে বলা হয় “ মিলিটারি ফোর্স ”। এই তিন বাহিনীতেই এমওডিসি সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। তিন বাহিনীর এমওডিসি সদস্যদের মূল উদ্দেশ্য এবং দায়িত্ব কর্তব্য একই। তবে ভিন্ন ভিন্ন পোশাকে গঠিত এই তিন বাহিনীর এমওডিসি সংগঠন রয়েছে। সত্যিকার অর্থে সামরিক বাহিনীর সদস্যদের প্রতিনিয়তই কোন না কোন প্রশিক্ষণ থাকে। এছাড়াও সামরিক সদস্যরা সামরিক সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম নিয়ে সর্বদাই ব্যস্ত থাকেন। তাই গুরুত্বপূর্ণ সকল দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না। অর্থাৎ সামরিক সদস্যরা যেন সর্বদাই সামরিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকতে পারে। যার মধ্যে নিয়মিত শরীর চর্চা; প্রশিক্ষণ ; ফায়ারিং; দেশের যেকোন প্রতিকূল অবস্থায় অধিক সংখ্যক সদস্যদের নিয়ে দায়িত্ব পালন ইত্যাদি। এই লক্ষ্য পূরণের নিমিত্তে প্রশাসনিক সকল দায়িত্ব পালন করার জন্য এমওডিসিতে লোক ভর্তি করানো হয়। আর এভাবেই এমওডিসিদের উদ্ভব ঘটেছে সামরিক বাহিনীতে।
Download HD Circular from our Google Driver
এমওডিসি সদস্যদের চাকুরী জীবনে সুযোগ-সুবিধা
চাকুরী জীবনের সুযোগ সুবিধার কথা বলতে গেলে প্রথমেই আসে মূলবেতন। একজন এমওডিসি সদস্যর মূলবেতন শুরু হয় আট হাজার আটশত (৮,৮৮০/-) টাকা দিয়ে। এই মূলবেতনই প্রশিক্ষণকালীর প্রদান করা হয়। উল্লেখ্য যে একজন সামরিক যোদ্ধা সদস্যর মূলবেতন শুরু হয় ৯০০০/- টাকা দিয়ে এবং প্রশিক্ষণ শেষে ওয়ার্দীনেন্স পে যোগ হয়ে ৯৫০০/- হয়ে যায়। এছাড়াও সামরিক সদস্যরা ট্রেনিং এ মূলবেতনের পাশাপাশি চিকিৎসা ভাতা তথা ১৫০০/- টাকাও পেয়ে থাকে। যাইহোক, প্রশিক্ষণ শেষে মূলবেতনের সাথে রয়েছে বাড়ি ভাড়া (অবিবাহিত অবস্থায় মূলবেতনের ২০% এবং বিবাহিত অবস্থায় ৪৫% তবে চাকুরী ৬ বছর বা বয়স ২৪ বছর পূর্তীতে বিবাহ করা যায়)। এছাড়াও চিকিৎসা ভাতা বাবদ ১৫০০/- টাকা ও যাতায়াত ভাতা ৩০০ টাকা প্রদান করা হয়। মনে রাখতে হবে যে, এমওডিসি সদস্যরা সরকারি কর্মচারী বা চাকুরীজিবী । তবে তারা বেসামরিক সদস্য। চাকুরী জীবনে প্রতি বছর বৈশাখি ভাতা এবং দুইটি ঈদ বোনাস (সর্বশেষ মূলবেতনের সমান) প্রদান করা হবে। পদোন্নতি অবশ্যই রয়েছে। কেউ চাইলে উচ্চ শিক্ষার জন্য পড়াশোনাও চালিয়ে যেতে পারবে। সেটা নির্ভর করবে নিজের ইচ্ছার উপর। যেকোন অসুস্থতায় সেনানিবাসের সিএমএইচে চিকিৎসা সুবিধা বিনামূল্যে প্রদান করা হবে। এমওডিসি সদস্যদের বৈদেশিক মিশনের ব্যবস্থা নেই। তবে ভবিষ্যতে চালু হলেও হতে পারে (স্বল্প সংখ্যক বা বাছাইকৃত সদস্যদের ক্ষেত্রে)।
আবেদনের জন্য যোগ্যতা সমূহ
আপনি যদি এসএসসিতে নূন্যতম জিপিএ-২ পেয়ে পাস করে থাকেন এবং আপনার বয়স যদি আগামী ০২ অক্টোবর ২০২২ তারিখে ১৬ থেকে ২১ বছরের মধ্যে থাকে। তাহলেই আপনি প্রাথমিক ভাবে আবেদনের জন্য যোগ্য। তবে পরবর্তী বিস্তারিত যোগ্যতার মধ্যে রয়েছে। বুকের মাপঃ ৩০-৩২ ইঞ্চি। চোখের মাপঃ ৬/৬ এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। অবিবাহিত এবং সাতার জানা আবশ্যক। উচ্চতাঃ ৫ ফুট আট ইঞ্চি হতে হবে (এটা অবশ্যই নিশ্চিত হতে হবে)।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় সীমা আগামী ০৮ মে হতে ১৪ মে ২০২২ তারিখ পর্যন্ত। প্রথমে উক্ত ওয়েবসাইটে (https://joinairforce.baf.mil.bd/) গিয়ে Apply Now তে ক্লিক করুণ। এর পর নির্দেশনা অনুযায়ী আবেদনপত্রটি সম্পন্ন করুণ এবং অনলাইনে একশত পঞ্চাশ (১৫০/-) টাকা পরিশোধ করুণ। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর, শুরুতেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেয়া হলো। পরীক্ষার কেন্দ্র এবং অন্যান্য তথ্য সময় নিয়ে বিস্তারিত পড়ার জন্য অনুরোধ রইলো। তাই উপরের লিং থেকে এইচডি সার্কুলারটি ডাউনলোড করুন।
