সেনা নৌ ও বিমান বাহিনীর চিকিৎসা সুবিধা

”Army Navy and Air Force medical facilities”

সেনা নৌ ও বিমান বাহিনী তথা সামরিক বাহিনীর চিকিৎসা সুবিধা নিয়ে আমাদের আজকের আলোচনা। যা থেকে পরিস্কার ধারণা পাওয়া সম্ভব যে, সামরিক বাহিনীর সদস্যদের এবং তাদের পরিবার বর্গদের জন্য কী কী চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। চলুন তাহলে শুরু করা যাক।

প্রারম্ভিক আলোচনা

মানুষের দৈনন্দিন জীবনের প্রধান ৫টি বিষয় বা মৌলিক চাহিদা হচ্ছে,  খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। আর এই মৌলিক চাহিদাগুলোর মধ্যে চিকিৎসা সুবিধা অন্যতম। কারণ মানুষ স্বল্প ব্যায়ে বা সীমিত আকারে অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করতে পারলেও, চিকিৎসা তথা শারিরীক অসুস্থতায় আর্থিকভাবে অনেক সময়ই হিমশিম খেতে হয় অনেককেই । তাছাড়া নিয়ন্ত্রণের বাইরে একবার এই সমস্যা চলে গেলে, বাকি মৌলিক চাহিদা গুলো নিরর্থক হয়ে যায় মুহুর্তেই। কাজেই আমাদের দৈনন্দিন জীবনে চিকিৎসা সুবিধার প্রয়োজন অত্যধিক। আর সেটা সেনাবাহিনীর প্রতিটি সেনাসদস্য পূর্ণাঙ্গ ভাবে পেয়ে থাকে। সশস্ত্র বাহিনী তথা সেনা নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যই এই সুবিধার আওতাভুক্ত। অন্যান্য বাহিনী কিংবা সিভিল চাকুরীতে কিছু কিছু পদ্ধতিতে চিকিৎসা সুবিধা থাকলেও সেটা নির্দিষ্ট নিয়ম অনুসারে পরিচালিত হয়, যেখানে একটানা শতভাগ চিকিৎসা সুবিধা পাওয়া বা নেয়া অসম্ভব প্রায়। সেনাবাহিনীর সদস্যরা সাধরাণত সেনানিবাসে তথা একটি নির্দিষ্টি এলাকার মধ্যে জীবনযাপন করে থাকে। তাই কর্মস্থলে যেকোন অসুস্থায় দ্রত চিকিৎসা সুবিধা দেয়া যায়। বাংলাদেশের প্রতিটি সেনানিবাসেই বৃহৎ আকারে সিএমএইচ বা চিকিৎসালয় রয়েছে। সিএমএইচের শাব্দিক অর্থ হচ্ছে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বা সম্মিলিত সামরিক হাসপাতাল। অর্থাৎ সেনা নৌ ও বিমান বাহিনীর চিকিৎসালয়।

নিজস্বতা (সামরিক ডাক্তার কারা হতে পারে)

সেনাবাহিনীর ডাক্তারগণ নিজস্ব অর্থাৎ বাইরের কোন ডাক্তারের প্রয়োজন হয়না। এমনকি বাংলাদেশের সব চাইতে উচ্চ পর্যায়ের ডাক্তারগণ হলের, সামরিক অফিসার। ম্যাক্মিমাম সামরিক ডাক্তারগণ আর্ম ফোর্সেস মেডিক্যালে কলেজে থেকে এমবিবিএস সম্পন্ন করা। যেখানের পড়াশোনা অত্যন্ত উচ্চ পর্যায়ের। যদিও সেনাবাহিনীর মেডিক্যাল কোরে একজন ডাক্তার ও সামরিক অফিসার হিসেবে নির্দিষ্ট ক্যাটাগরীরর প্রতিষ্ঠান থেকে এমবিবিএস  পাস করার পর আবেদন করার সুযোগ পেয়ে থাকেন। কিন্তু অধিকাংশ ডাক্তারই সামরিক মেডিক্যাল কলেজের ছাত্র।

স্বয়ংসম্পূর্ণতা

সেনাবাহিনীর এই চিকিৎসালয়ে, প্রায় সব ধরণের মেডিক্যাল টুলস বা ইন্সট্রুমেন্ট রয়েছে। জ্বর থেকে শুরু করে ক্যান্সার অবদী যেকোন রোগের চিকিৎসা সুবিধা রয়েছে সকল সামরিক সদস্যদের।

শুধু মাত্র সামরিক সদস্যরাই নন, সামরিক সদস্যদের স্ত্রী এবং সন্তানেরাও বিনামূল্যে যেকোন রোগের চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। অসুস্থতার প্রয়োজনে দেশের বাইরে নেয়ার প্রয়োজন হলেও, সরকারী ভাবে সেই ব্যবস্থা নেয়া হয়। এর পাশাপাশি পরিবারবর্গের মধ্যে, মা বাবা এবং শ্বশুড় শাশুড়ির ক্ষেত্রেও,  অর্ধ খরচেরও কমে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। সামরিক চিকিৎসা সুবিধার জন্য, অনলাইণে সামরিক সদস্যদের ব্যক্তিগত নম্বর পদবী ও ছবিসহ প্রোফাইল ক্রিয়েট করা থাকে, যেখানে স্ত্রী সন্তান এবং বাবা মা ও শ্বশুড় শাশুড়ির ছবি সহ তথ্য থাকে। চিকিৎসা কালীন সামরিক সদস্যর নম্বর দিয়ে ভেরিফাই করে চিকিৎসা শুরু করা হয়। এখানে অন্য কোন সিভিল ব্যক্তির প্রবেশ করারই কোন সুযোগ নেই, চিকিৎসা নেয়া তো দূরের কথা।

পেনশন চলে যাওয়ার পর চিকিৎসা সুবিধা

এতোক্ষণ এই আলোচনা শোনার পরে, নিশ্চয়ই একটা প্রশ্ন ঘোর পাক খাচ্ছে যে, পেনশন চলে আসার পর কী কী সুবিধা অব্যাহত থাকবে। এর উত্তর হচ্ছে, পেনশন যাওয়ার পর সামরিক সদস্যগণ আজিবন যেকোন রোগের ক্ষেত্রেই বিনামূল্যে আগের মতই চিকিৎসা সুবিধা পাবেন। কিন্তু সন্তান এবং বাবা-মা ও শ্বশুড়-শাশুড়ির চিকিৎসা সুবিধা থাকবে না। তবে, স্ত্রী মোট ছয়টি রোগের চিকিৎসা সুবিধা পাবে। যা মোটামুটি অনেকটাই কভার করে। যেমন – ক্যান্সার, হৃদ রোগ, লিভার, চোখ, ডায়বেটিস, ব্রেণ টিউমার ইত্যাদি বড় বড় রোগ গুলো চিকিৎসা সুবিধা পাওয়া যায়। অন্যান্য ছোট খাটো রোগের চিকিৎসার জন্য অবশ্য সামরিক হাসপাতালে অনেকেই যায়না। নিজেই বহন করে নেন। যাইহোক আশা করি বুঝতে পেরেছেন।

তড়িৎ ব্যবস্থাপনা ও সামার্থ্য

সামরিক এই সিএমএইচ সকল সেনানিবাসে থাকলেও, কেন্দ্রীয় সামরিক হাসপাতালটি ঢাকা সেনানিবাসে অবস্থিত এবং এটা সব চাইতে বৃহৎ আকারে গঠিত , যেখানে সব ধরণের মেডিক্যাল ইন্সট্রুমেন্টও রয়েছে। এমনকি পাশাপাশি সবচাইতে উচ্চ পর্যায়ের দায়িত্বরত মেডিক্যাল অফিসারের সংখ্যাও বেশি। আর তাই যেকোন বড় অসুস্থতার ক্ষেত্রে অন্যান্য সেনানিবাস বা নৌ ও বিমান বাহিনীর ঘাটি থেকে সামরিক সদস্যদের প্রয়োজনে হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয়। বিশেষ করে, পাহাড়ী এলাকায় তথা দুর্গোম এলাকায় সব সময় হেলিকপ্টার প্রস্তুত থাকে, পরিস্থিতি মোকাবিলা করার জন্য। বিশেষ করে চিকিৎসা সুবিধার জন্য। কারণ পাহাড়ি এলাকায় যেকোন সময় যেকোন দূর্ঘটনা ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা বেশি থাকে।

সিভিলদের একটাই সুযোগ

একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে সিভিলদের জন্য, দেশেরে যে সকল শিশুরা জন্ম থেকেই শ্রবণ প্রতিবন্ধী তাদের এই হাসপাতালের উন্নত চিকিৎসার ব্যবস্থা চালু করা হয়েছে। এর জন্য কিছু প্রসিডিউরও রয়েছে। যেমন এটি সমাজ কল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে আবেদন করতে হয়। এই মন্ত্রনালয়ের অর্থায়নে বিনামূল্যে/স্বল্পমূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস স্থাপন করা হয় শ্রবণ প্রতিবন্দি শিশুদের। এই চিকিৎসায়, পিতার উপার্জনের উপর নির্ভর করে কিছু টাকা ধার্য্য করা হয়। যদিও এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। টেস্ট এর খরচ এবং  কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস এর মূল্য লক্ষ লক্ষ টাকা হয়ে থাকে। তাই এটি একটি সুখবরও বটে। বিশেষ করে, যাদের এতো বড় ব্যয়বহুল চিকিৎসা বহন করা সম্ভব নয়। যদিও এই সুযোগটি অনেক ধনী ব্যক্তিও নিচ্ছেনা। কারণ সুযোগ থাকলে কোটিপতিও তা গ্রহণ করেন বা করবেন তা আর বলার অপেক্ষা রাখেনা।

অন্যান্য চাকুরীজিবীদের সাথে তুলনা

দেশের সকল চাকুরীজীবিগণ বেতনের সাথে চিকিৎসা ভাতা  ১৫০০ টাকা পেলেও, সামরিক চিকিৎসা সুবিধার ন্যায় নিশ্চয়ই কোন ব্যবস্থা নেই। সরকারী হাসপাতাল সার্বজনীন। সেটার বিষয় ভিন্ন।  কাজেই, এই যায়গা থেকে সকল সামরিক সদস্যগণ একটি বিশেষ সুবিধার আওতাভুক্ত। যদিও এটা বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রচলিত। অর্থাৎ সামরিক চিকিৎসা আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে পরিচালনা করা হয়। আর সিভিল চাকুরীজিবীদের দেশীয় ব্যবস্থাপনায় যতটুকু সাধ্য অনুসারে সম্ভপর হয়, সেটাই মূলত অনুসরণ করা হয়। যদিও সিভিল চাকুরীজিবীদের জন্য সরকারী বা উন্নত মানের বিনামূল্যে চিকিৎসা আসলে নেই বলতেই চলে।

আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা

উল্লেখ্য যে, কোন সামরিক সদস্যকে যদি চিকিৎসার জন্য দেশের বাইরের কোন দেশে নেয়া হয়, তাহলে সেই চিকিৎসারত সদস্য, বিদেশী সামরিক চিকিৎসা সেবার আওতাভুক্ত থাকবেন। অর্থাৎ ওই দেশের সামরিক ব্যবস্থাপনায় চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। এমননিক সেই সদস্য চাইলেই সামরিক হাসপাতালের বাইরে যাওয়ার কোন সুযোগ পাবেন না। অর্থাৎ ওই দেশ তথ্য ও নিরাপত্তার বিষয়টি পূর্ণাঙ্গ ভাবে নিয়ন্ত্রণ করবে। আর এটাই স্বাভাবিক যে, সামরিক সদস্য কখনই অভ্যন্তরীন আদেশ বা অনুমতি ছাড়া দেশের বাইরে যেতেও পারেন না। সেটা চিকিৎসা পারপাসে হোক কিংবা ভ্রমণ পারপাসে।

সমাপ্তিতে কিছু গুরুত্বপূর্ণ কথা

তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে, সামরিক বাহিনীর চিকিৎসা সুবিধা নিঃসন্দেহেই একটি বিশেষ সুবিধা। যা অন্যান্য বাহিনী বা সিভিল চাকরীরর তুলনায় একটি উল্লেখযোগ্য সুবিধা হিসেবে সুপরিচিত।

যদিও এর পিছনে অনেক কারণ রয়েছে, যেমন সিভিল একজন চাকুরী জীবি সঠিক খাদ্যভাস এবং সচেতনায় অধিকতর সুস্থ থাকতে পারেন। কিন্তু অন্যদিকে সামরিক সদস্যগণ প্রতিনিয়তই অত্যকি শারিরীক পরিশ্রম করেন এবং কঠিণ প্রশিক্ষণ  তো রয়েছেই। তাই খাদ্যভাসে পূর্ণাঙ্গ শৃঙ্খলা থাকলেও, প্রতি বছর বিপুল পরিমানে সামরিক সদস্যগণ অসুস্থ হচ্ছেন। কারণ একটাই অত্যধিক পরিশ্রম আর একাধারে প্রশিক্ষণ। সেনাবাহিনীর চিকিৎসালয়ে সব সময়েই অসংখ্য সামরিক রোগীর ভীড়। প্রায়ই দেয়া যায়, ঢাকা সিএমইচেও বিভিন্ন ওয়ার্ডে সীট ফাকা থাকেন। এরকম বিভিন্ন কারণের জন্য সামরিক সদস্যদের সুস্থ থাকার বিষয়টি জরুরী বিধায় এই চিকিৎসা সুবিধার আওতাভুক্ত করা হয়। যা সারাবিশ্বেই প্রচলিত একটি পদ্ধতি।

সকল সামরিক সদস্যদের এবং শ্রবণপ্রতিবন্ধি শিশুদের সুস্বাস্থ্য কামনায় আজকের সামরিক তথ্য আলোচনাটি এখানেই শেষে করছি। আবার আসবো অন্য কোন গুরুত্বপূর্ণ সামরিক আলোচনা নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ্য এবং ভাল থাকুন। ধন্যবাদ সবাইকে।

আরো পড়ুনঃ

সৈনিক শিমুলের অপ্রাপ্তী বাসনা

ভূয়া সেনা অফিসার

The Content with the English Language:

Our discussion today is about the army, navy, air force, and military medical facilities. From this, it is possible to get a clear idea of ​​what medical facilities are provided to military members and their families. Let’s get started, then.

Preliminary discussion:

The five primary basic needs of people’s daily life are food, clothing, shelter, education, and medical care. And the medical facility is one of these basic needs. Because even if people can meet other basic needs at low cost or in limited form, many have to suffer financially due to medical and physical illness. Moreover, once this problem goes out of control, the rest of the basic needs become useless instantly. So the need for a medical facility is very much in our daily life. And every soldier of the army gets it in full. All members of the armed forces, as well as the military, navy, and air force, are covered by this facility. In other details or civil service, some medical facilities are managed according to specific rules, where it is almost impossible to get or take 100% medical facilities continuously. Members of the army usually live in cantonments or within a particular area. Therefore, any illness can be treated quickly at the workplace. Every cantonment in Bangladesh has a large-scale CMH or hospital. CMH stands for Combined Military Hospital. That is, army, navy, and air force hospitals.

Eligibility (who can be a military doctor):

Army doctors are own, i.e., no outside doctor is required. Even the highest-level doctors in Bangladesh are military officers. Maximum military doctors have completed MBBS from Arm Forces Medical College. Where education is of a very high standard. However, as a doctor and military officer in the army medical corps, one gets an opportunity to apply after passing an MBBS from a specific institution category. But most of the doctors are students of military medical colleges.

Self-sufficiency:

This army hospital has almost all kinds of medical tools or instruments. All military members have access to treatment for anything from fever to cancer. Not only the military members but also the spouses and children of the military members get free treatment for any disease. Even if it is necessary to be taken out of the country due to illness, the government takes measures. Medical facilities are also provided at less than half the cost for family members, parents, and in-laws. For military medical facilities, online profiles of military members are created with a personal number, designation, and photo. Where there is information, including pictures of wife and children and parents and in-laws. Treatment is initiated by verifying the military member’s number during treatment. There is no chance for any other civilian to enter here, let alone seek treatment.

Medical benefits after leaving pension:

After listening to this discussion for so long, one question is, what benefits will continue after the pension is over? The answer is after retirement, military members will get accessible medical facilities for any disease for life as before. But children and parents, and in-laws will not have medical benefits. However, the wife will get medical help for six diseases. That pretty much covers it. For example, significant conditions are available for treatment for cancer, heart disease, liver, eye, diabetes, brain tumor, etc. However, many people do not go to military hospitals for treatment of other minor ailments. He carried himself. Anyway, I hope you understand.

Power management and capacity:

While military CMHs are located in all cantonments, the Central Military Hospital in Dhaka is the largest, with all kinds of medical instruments. Besides, the number of medical officers at the highest level is also high. And so, in case of any significant illness, military personnel from other cantonments or naval and air force bases are brought in by helicopter if needed. Especially in hilly areas like the Durgom area, helicopters are always ready to deal with the situation. Especially for medical facilities. Because any accident can happen or is more likely to occur in hilly areas at any time.

Civilians have only one chance:

On an important note for civilians, the hospital has introduced advanced treatment facilities for children born hearing impaired in the country. There are some procedures for this. As such, it has to be applied through the Ministry of Social Welfare. Free/low-cost cochlear implant devices are provided to deaf children funded by this ministry. In this treatment, some amount is levied depending on the father’s earnings. However, this treatment is costly. The cost of tests and cochlear implant devices cost millions of rupees. So this is also good news—especially for those who cannot afford such extensive, expensive treatment. However, many wealthy people do not take this opportunity. Because if there is an opportunity, even millionaires take it or will do it, it is not worth saying anymore.

Comparison with other occupations:

Although all the country’s employees get a medical allowance of 1500 rupees and their salary, there is no system like military medical facilities. Government hospitals are universal. That’s a different matter. Therefore, all military personnel from this location are covered by a special privilege. However, it is common in other countries of the world. That is, military treatment is administered according to international procedures. And in the domestic management of civil servants, as far as possible, that is followed. However, civil servants have virtually no government or quality free medical treatment.

International medical facilities:

It should be noted that if a military member is taken to a country outside the country for treatment, then the treated member will be covered under foreign military medical services. That is, medical facilities will be provided under the military management of that country. Even the member cannot go outside the military hospital if he wants to. That is, that country will fully control information and security. And, naturally, military personnel can never go outside the country without internal orders or permission. Be it for medical purposes or travel purposes.

Some essential words in closing:

So overall, we can say that military medical facility is undoubtedly unique, which is well-known as a significant advantage compared to other army or civil jobs. Although there are many reasons behind this, such as a civil servant can stay healthier with a proper diet and awareness. But on the other hand, military members constantly do a lot of physical work and have tough training. So even though there is complete discipline in diet, much military personnel fall ill every year. The reason is too much work and exercises alone. Army hospitals are always crowded with military patients. Often given, seats are vacant in different wards in Dhaka CMH too. Due to various reasons, these medical facilities cover the health of military personnel as a matter of urgency, which is a standard method worldwide.

I am ending today’s military information discussion for the excellent health of all military members and deaf children. I will be back with some other critical military talks; until then, everyone stays safe and well. Thanks, everyone.

Army Multimedia

Army Multimedia is Basically content creator for the army navy and airforce of Bangladesh & International. You Can visit our all social media to learn about the world military. Always video Uploading on Facebook & youtube about the military.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!