বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Airman)
বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসেনা তথা সৈনিক পদে এবং প্রশিক্ষক ও সাইফার আসিটান্ট পদে বিভিন্ন ক্যাটাগরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন পদ্ধতি এবং এই নিয়োগের বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন।
বিমান সেনা তথা সৈনিক পদের নিয়োগ প্রসেঙ্গের আগে অন্য দুইটি পদ নিয়ে আলোচনা করছি।
শিক্ষা প্রশিক্ষক পদে আবেদনের জন্য, একজন পুরুষ প্রার্থীকে পদার্থ বিজ্ঞান/গণিত/রসায়ন/ব্যবস্থাপনা অথবা ইংরেজী বিষয়ে স্নাতক ( স্নাতক পর্যায়ে নূন্যতম ৩০০ নম্বর) ড্রিগ্রী বা অনার্স সমমান শিক্ষাক্ষেত্রে নূন্যতম সিজিপিএতে-2.5 থাকতে হবে।
অন্যদিকে, সাইফার অ্যাসিটেন্ট পদে (পুরুষ) – বিএসসি/বিকম অথবা বিএ ( স্নাতক পর্যায়ে নূন্যতম ৩০০ নম্বর) সমমান শিক্ষাক্ষেত্রে নূন্যতম সিজিপিএ-2.5 থাকতে হবে। কারিগরী প্রশিক্ষণ ইনিস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে। তাই এটি হতে পারে অনেকের জন্য সৌভাগ্যের বিষয়।
এবার আসি বিমান সেনা পদের প্রসঙ্গে যার জন্য অনেক বেশি সংখ্যক প্রার্থী অধীর আগ্রহে অপেক্ষারত ছিলো এতোদিন।
শিক্ষাগত যোগ্যতাঃ
বিমান সেনা ও সমমান পদে বেশ কয়েকটি ক্যাটগরি বা ট্রেড রয়েছে এবং ট্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সব গুলোতে এসএসসি পাস চাওয়া হলেও, সামান্য কিছু পার্থক্যও রয়েছে। যেমন – টেকনিক্যাল ট্রেডের শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ-3.5/সমমান থাকতে হবে।
নন টেকনিক্যালে সেকশনে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) যেকোন বিভাগ থেকে এসএসসিতে নূন্যতম জিপিএ-3.5 থাকতে হবে।
এমটিওএফ পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) বিজ্ঞান বিভাগ বা শাখা থেকে নূন্যতম জিপিএ-3.0/সমমান থাকতে হবে।
প্রভোস্ট পদে (পুরুষ ও মহিলা প্রার্থী) যেকোন বিভাগ থেকে নূন্যতম জিপিএ-3.5 পয়েন্ট পেতে হবে।
চিকিৎসা সহকারী ট্রেড্রে (পুরুষ ও মহিলা প্রার্থী) জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ হতে নূন্যতম জিপিএ-3.5/সমমান পয়েন্টে পাস থাকতে হবে।
পিএফএন্ডডিআই ট্রেডে (শুধুমাত্র মহিলা প্রার্থী) যেকোন বিভাগ থেকে নূন্যতম জিপিএ-3.5/সমমান হতে হবে।
আইটি সহাকারী পদে (কেবল পুরুষ প্রার্থী) বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ-3.5 প্রাপ্ত হতে হবে।
জিসি বা গ্রাউন্ড কম্বেটিয়ার্স পদে (পুরুষ প্রার্থী) যেকোন বিভাগ থেকে নূন্যতম জিপিএ-3.5 থাকতে হবে।
খেলোয়াড় ট্রেডে টেকনিক্যাল শাখায় (পুরুষ প্রার্থী) বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ-3.5/সমমান হতে হবে।
খেলোয়াড় ট্রেডে নন-টেকনিক্যাল শাখায় (পুরুষ প্রার্থী) বিজ্ঞান বিভাগে নূন্যতম জিপিএ-3.5/সমমান হতে হবে।
মিউজিয়াশিয়ান ট্রেড্রে কেবলমাত্র মহিলা প্রার্থীদের এসএসসিতে যেকোন বিভাগ থেকে নূন্যতম জিপিএ-2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে।
উল্লেখ্য যে, চিকিৎসা সহকারী ট্রেডের ক্ষেত্রে এমএটিএস হকে ৪ বছরের মেয়াদী এমএটিসি সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে ২০২০ সাল এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ হতে হবে।
এই নিয়োগ গুলোর প্রতিটি ট্রেডের ক্ষেত্রেই সংশ্লিট বিষয় সমূহে অভিজ্ঞ এবং সনদপ্রাপ্তদের অগ্রাধীকার দেয়া হবে।
শারিরীক যোগ্যতা সমূহঃ
বয়সঃ শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিটেন্ট পদের ক্ষেত্রে – আগামী ০২ এপ্রিল ২০২৩ তারিখে সর্বোচ্চ ২৮ বছর এবং বিমানসেনা পদে একই তারিখে ১৬-২১ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে, এমটিওএফ ট্রেডের জন্য – একই তারিখে সর্বোচ্চ ২৩ বছর এবং চিকিৎসা সহকারী (এমএটিএস সম্পন্ন কারীদের জন্য) ও মিউজিশিয়ান ট্রেডের (বাদ্যযন্ত্র পারদর্শীদের জন্য) সর্বোচ্চ ২৬ বছর পর্যন্ত আবেদন করার সুযোগও রয়েছে।
বিবাহ স্ট্যাটাসঃ সকল ট্রেডের ক্ষেত্রেই – অবিবাহিত প্রার্থী হতে হবে ।
উচ্চতা – পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে – ৫ ফুট ৪ ইঞ্চি, তবে প্রভোস্ট ও জিসি ট্রেডের ক্ষেত্রে – ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে – নূন্যতম ৫ ফুট , তবে প্রভোস্ট ও পিএফএন্ডডিআই ট্রেডের জন্য ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে।
ওজন – বয়স ও উচ্চতা অনুযায়ী, অতিরিক্ত ওজন না হলেই আবেদনের যোগ্য হবে। গুগল বা সোশ্যাল মিডিয়ায় Availaable রয়েছে বিএমএফ চার্ট যেখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আপনি অতিরিক্ত ওজনধারী কিনা।
বুকের মাপঃ পুরুষ – ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং মহিলা – ২৮ থেকে ৩০ ইঞ্চি হতে হবে।
চোখের মাপঃ প্রার্থীদের ৬/৬ তথা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে। বর্ণান্ধ ভাবেই গ্রহণযোগ্য নয়।
নির্বাচনী পদ্ধতিতে ট্রেড বা ক্যাটাগরি অনুযায়ী উল্লেখিত বিষয় সমূহে প্রস্তুতি নিতে হবে। উক্ত বিষয়ের উপর পরীক্ষায় প্রশ্ন করা হবে।
আবেদন পদ্ধতিঃ
অনলাইনে আবেদন গত ০১ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকেই শুরু হয়ে গেছে, যা শেষ হবে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে।
আবেদন পদ্ধতি খুবই সহজ। প্রাথমিক ধাপটি দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে।
একজন প্রার্থীর আবেদনের পূর্বে অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে বা প্রিন্ট করে, বিস্তারিত ভালোভাবে পড়া উচিত এবং সেই পরামর্শই রইলো।
আবেদনপত্র জমাদানের নিয়মাবলী, পরীক্ষা কেন্দ্র ও সময় সূচি, জেলা অনুযায়ী কোটা, মহিলা প্রার্থীদের জন্য বিভাগ ভিক্তিক পরীক্ষার তারিখ, বিমান বাহিনীর চাকুরীর
বিশেষ সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
Apply Link Here Directly.
সকল প্রার্থীদের প্রতি অনেক অনেক শুভ কামনা জানিয়ে এখানেই সমাপ্তি করছি………………………………।