বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ছবি এবং অনুভূতি

" The article about the lifestyle of the members of the Bangladesh Army is written in English at the end".

বাংলাদেশ সেনাবাহিনীর দৈনন্দিন জীবন-যাপন নিয়ে অনেকেরই অনেক ধরণের কৌতূহল থাকে, কারণ সেনানিবাসের ভিতর গিয়ে ঘুরে ফিরে দেখা সিভিলিয়ান ব্যক্তিবর্গদের কোন সুযোগ নেই। তাই সেনা জীবন যাপন নিয়ে অনেকরই কাল্পনিক ধারণা রয়েছে মাত্র। এই ছবিটি সৈয়দপুর কাদিরাবাদ সেনানিবাস থেকে তোলা। সেনাসদস্যগণ যে বিভিন্ন হাড়ভাঙা পরিশ্রমের মধ্যে থাকে তা নিশ্চয়ই নতুন করে বলার কিছু নেই। তবে, এতো ব্যবস্ততার মাঝেও বিভিন্ন ব্যক্তিগত দায়িত্বও থাকে পালন করতে হয়। তন্মধ্যে সন্তান এবং পরিবারের প্রতি দায়িত্বই মূখ্য। আর তা নিয়েই স্বল্পপরিসরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে যাচ্ছি আজকের আলাচনায়। সাথেই থাকুন।

স্ব-পরিবারে থাকার সুবিধা কতটুকু?

সাধারণত সৈনিক পদবী থেকে সার্জেন্ট পদবী অবদী সেনাসদস্যগণ একটানা সর্বোচ্চ এক থেকে দেড় বছর সেনানিবাসে বা সেনানিবাসের নিকটবর্তী যায়গায় তথা বাইরে স্ব-পরিবারে অবস্থান করতে পারে। এর পর অন্য কোন সেনাসদস্যকে সুযোগটা ছেড়ে দিতে হয়। কারণ প্রতিটি ইউনিটে শতকরা ৬০% বাসা বরাদ্দ করার নিয়ম থাকলেও বাস্তবে আরো কম বাসা বরাদ্দ থাকে। সেজন্যই মূলত স্ব-পরিবার নিয়ে চাকুরী করাটা একটা সৌভাগ্যের বিষয়ই বলা চলে। তাই স্ব-পরিবারে আবার থাকার জন্য পুনরায় আবেদন করে রাখতে হয়। সেই আবেদনের সিরিয়াল পরবর্তী এক বছর পরেও আসতে পারে আবার দুই বা তিন বছর পরেও আসতে পারে। এটা মেনে নিয়েই সেনাসদস্যগণ পরিবারকে মেইনটেইন করে থাকে।

সেনা সন্তানদের পড়ালেখার সুযোগ

প্রশ্ন এটাই যে, সেনানিবাসের স্কুল কিংবা কলেজে যখন সেনাসদস্যর সন্তানেরা ভর্তি হয় তখন কী হয়? তখন যেটা করতে হয়, নির্দিষ্ট সময় শেষে সেনানিবাসের বাইরে নিজ খরচে বাসা নিতে হয়, কিন্তু সেনাসদস্য নিয়মিত তথা প্রতিদিন বাইরে যেতে পারেন না। কেবল মাত্র বিশেষ প্রয়োজন দেখিয়ে এবং প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বাইরে যেতে পারবেন। তবে এই বাইরে যাওয়ার অনুমতিটা আবার দুই ধরণের হয়ে থাকে। একটা হলো সাপ্তাহিক ছুটি, যেটা নিয়ে সেনানিবাসের বাইরে কিংবা নিজ গ্রামের/শহরের বাড়িতেও অবস্থান করতে পারবেন অর্থাৎ এটি ছুটির অনুরুপ বলা যায়। কিন্তু অন্যদিকে সাপ্তাহিক আউটপাশ যেটা, সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু সময় বাইরে যাওয়ার অনুমিত মাত্র, সময়টা ধরা যেতে পারে সকাল ৯ টা থেকে সন্দ্যা ৬ টা অবদী বাইরে যাওয়ার অনুমতি। (উল্লেখ্য যে, অনুমতি পত্রে স্পষ্ট উল্লেখ করা থাকে যে, কোন নিষিদ্ধ এলাকায় অবস্থান করা যাবেনা। অবস্থান করলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে)। যাইহোক, এভাবেই সেনাসদস্যগণদের সন্তানেরা পড়ালেখা করে থাকে। আবার হুটহাট অন্য কোন সেনানিবাসে সেনাসদস্যর বদলী হলে, সন্তানদের পরবর্তী ক্লাসে ভর্তির জন্য নতুন সেনানিবাসে ভর্তি করাতে হয়। সেই ব্যবস্থা অবশ্যই সহজেই করার সুযোগ রয়েছে।

এতোক্ষণে নিশ্চয়ই এইটুকু ধারণা পেয়ে গেছেন যে, সেনাসদস্যগণ সাপ্তাহিক বা সরকারী বন্ধের দিনে কিভাবে সেনানিবাসের বাইরে অবস্থান করতে পারে। সেটা পরিবারের সাথে দেখা করা হোক কিংবা নিজ বাড়িতে যাওয়া হোক। সেনাসদস্যদের জীবন-যাপনটা এমন যে অতিরিক্ত শৃঙ্খলাপূর্ণ এবং নিয়ম কানুনের মধ্য দিয়ে দৈনন্দিন জীবন-যাপন করতে হয়। আপনি একই সাথে এটাও নিশ্চিত হতে পারেন যে, বাংলাদেশের অন্য কোন চাকুরী কিংবা জীবন ব্যবস্থা নেই যেখানে এতোটা কঠিন শৃঙ্খলাপূর্ণ নিয়ম কানুনের মধ্য দিয়ে দৈনন্দিন জীবন-যাপন করতে হয়।

ছবিটার প্রসঙ্গে – বাবা হিসেবে একজন সেনাসদস্য

এবার আসি ছবিটার প্রসঙ্গেঃ মনে রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে যে, সেনাসদস্য কিংবা ডিফেন্সে অথবা বাংলাদেশের যেকোন তৃতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে কর্ম জীবনে অধিকাংশ সদস্য বা চাকুরীজিবীগণ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান। হাতে গোনা কয়েকজন আর্থিক স্বচ্ছলতায় পরিপূর্ণ থাকে, তাও আহামরি কিছু না। কারণ আহামরি সম্পত্তি থাকলে আর যাইহোক তৃতীয় শ্রেনীর কর্মজীবনে বিশেষ করে ডিফেন্স লাইফে এতো কষ্ট করে কেউই চাকুরীটা করতো না। তাই অনেক হিসেব নিকেষের মধ্য দিয়ে পরিবার মেইনটেইন করতে হয়। মধ্যবিত্ত পরিবারের সদস্য হিসেবে চাইলেই একটা মোটর সাইকেল কিংবা অন্যকোন গাড়ি কেনা সম্ভব না। কাজেই অধিকাংশ সেনাসদস্যগণ ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি সাধারণ সাইকেল দিয়েই চালিয়ে নেন। হ্যাঁ এটাও ঠিক যে, কস্ট করে হলেও অনেকেই এখন মোটরসাইকেলও কিনছে স্বপরিবারে অবস্থান করার পর, সেটাও অস্বীকার করছিনা। কিন্তু সেটার সংখ্যাটা অত্যন্ত সীমিত। অন্যদিকে অফিসারদের বেলায় সাধারণত সরকারি জীপ গাড়ি তো বরাদ্দ থাকেই, পাশাপাশি ম্যাক্সিমাম অফিসারদের প্রাইভেট কারও রয়েছে। বিশেষ করে বিবাহিত এবং স্ব-পরিবারে অবস্থানরত সকল সেনা অফিসারদের ক্ষেত্রে। মৌলিক অর্থে তাদের বিষয় আসলে ভিন্ন। সেটা নিয়ে বিস্তারিত অন্য কোন কন্টেন্টে আলোচনা করবো।

সার্বিকভাবে কিছু কথা

তো যাইহোক, একজন সেনা জীবনে অনেক পরিশ্রম এবং শৃঙ্খলার মধ্য দিয়ে জীবন-যাপন করতে হয়। যা এতোটা সহজ না; যতোটা আমরা বাইরে থেকে উপলব্ধি করে থাকি। সন্তানকে অনেক কস্ট করে মানুষ করতে হয়; পরিবারের ঘানি টানার মত বৃহৎ একাধিক গুরু দায়িত্ব তো রয়েছেই। কাজেই এই ছবিটি স্পষ্ট প্রমাণ করে যে একজন সৈনিক বা সেনাসদস্যর দৈনন্দিন জীবন-যাপন নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে পার করতে হয়। হ্যাঁ এটা ঠিক যে, একজন সেনাসদস্য যখন ১০-১২ বছর চাকুরী জীবনে বৈদেশিক মিশন সম্পন্ন করেন, তখন কিছুটা হলেও আর্থিক স্বচ্ছলতার দিকে অগ্রসর হওয়ার সুযোগ পায় কিংবা অন্তত একটা বাড়ি করার সাহস পায়। অন্যথায় পেনশন না পাওয়া অবদী জীবন-যাপন করা খুব একটা সহজ হয়ে উঠেনা। আর তখন তো জীবনের কিংবা তারুণ্যের সমাপ্তিও প্রায়! আর, শুধু সেনাসদস্য বলে কথা নয়, এরকম হাজারো বাবা রয়েছেন যারা সামান্য পরিশ্রম এর মাধ্যমে পরিবারের বৃহৎ দায়িত্ব পালন করে যাচ্ছেন, হাড়ভাঙা পরিশ্রমের মা্ধ্যমে দৈনন্দিন জীবন-যাপন পরিচালনা করছেন। বিষয়টি বা এমন ঘটনা এখানেই শেষ নয়, আরো অধিক প্রতিকূল অবস্থায়ও অনেক বাবা-মা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নিজে না খেয়ে থাকলেও সন্তানকে ঠিকই একমুঠো ভাতের ব্যবস্থা করছে।

সর্বোপরি, পৃথিবীর সকল বাবা কিংবা মা নামরে এই পদবীর মানুষের জন্য রইলো অনকে অনেক দোয়া/প্রার্থণা। একই সাথে সেই সব প্রতিকূলে বড় হওয়া সন্তানদের প্রতিও রইলো অনেক অনেক অনুরোধ এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাদের সু-বুদ্ধি/সু-চিন্তার জন্য প্রার্থণাও রইলো। কারণ আজকাল অনেক অনেক ঘটনা আমাদের সামনে পড়ছে, যেখানে পিতা-মাতার প্রতি সন্তানের অবহেলা মারাত্মক পর্যায়ে । আর এটা কোন ভাবেই আসলে গ্রহণ যোগ্য নয়!  

“একজন সেনাসদস্য যখন বাবা ”

Content with the English Language :

Many people are curious about the Bangladesh Army’s daily life because there is no opportunity for civilians to look inside the cantonment. As a result, so many people have only imaginary ideas about army life. This photo is taken from Syedpur Kadirabad cantonment. There is nothing new to say about soldiers’ various backbreaking toils. However, amid such busyness, different personal responsibilities must be fulfilled. Among them, responsibility towards children and family is essential. And with that, I will briefly highlight some critical issues in today’s discussion. Stay tuned.

What is the benefit of staying in a family?      

Generally, soldiers from the rank of soldier to sergeant rank can stay for a maximum of one to one and a half years in the cantonment or near the cantonment, as well as in their own families outside. After that, another soldier has to give up a chance. Because there is a rule of allotment of 60% houses in each unit, but in reality, fewer houses are allotted. That is why it can be said that working with self-family is a good thing. So self-family has to reapply to stay again. The application’s serial may come after one year, two, or three years. Accepting this, soldiers maintain their families.

Education opportunities for army children:

The question is, what happens when children of soldiers are admitted to cantonment schools or colleges? What has to be done then is to take a house outside the cantonment at his own expense after a certain period. Still, the soldiers cannot go out regularly or every day, only to show their unique needs, and can go out on Friday and Saturday of every week. However, this permission to go out is again of two types. One is weekend leave, where you can stay outside the cantonment or at home in your village/town. That is, it can be said to be similar to a holiday. But on the other hand, the weekly outpass is only supposed to go out at a particular time; the time can be taken as permission to go out from 9 am to 6 pm. (Note that the permit

states that no restricted area shall be allowed. Exemplary punishment will be provided if staying). However, this is how children of military personnel study. Again, if the army personnel is suddenly transferred to another cantonment, the children must be admitted to the new cantonment for admission in the next class. There is certainly scope for that arrangement to be made easily.

By now, you must know how the army members can stay outside the cantonment during the week or on official holidays. Be it meeting family or going home. The life of army personnel is such that one must live daily with extra discipline and rules. At the same time, you can be sure that there is no other job or life system in Bangladesh where you have to live your daily life with such strict rules and regulations.

About the film – An army man as father:

Now let’s talk about the picture: We must remember and believe that most of the members or employees in the working life as army members or defense or any third-class employees of Bangladesh are children of lower and middle-class families. It is not uncommon for a handful of people to have complete financial solvency. Because no one would have worked so hard in a third-class career, especially in defense life, if they had a lot of property. So the family has to be maintained through many calculations. As a middle-class family member, it is impossible to buy a motorcycle or any other car. Therefore, most army personnel carry an uncomplicated bicycle for personal use. Yes, it is also true that many people are buying motorcycles now after settling in their families, but that is not denied. But its number is minimal. On the other hand, officers are usually allotted government jeeps. In contrast, maximum officers have private ones, especially in the case of all Army Officers who are married and staying in their own families. In a fundamental sense, their subjects are

different. I will discuss it in detail in another content.

A few words in general:

However, a soldier’s life involves a lot of hard work and discipline, which is not as easy, As much as we perceive from the outside. A child has to be raised at a high cost; There are many essential responsibilities like taking care of the family. So this picture proves that the daily life of a soldier has to go through various adverse situations. Yes, it is true that when a soldier completes a foreign mission after 10-12 years of service, he gets a chance to move towards financial stability to some degree or at least the courage to build a house. Otherwise, living without a pension is not very easy. And then the end of life or youth is almost! And not only military personnel but thousands of fathers are also carrying out the significant responsibilities of the family with little effort, managing daily life through backbreaking toil. The issue or such incident does not end here; many parents work tirelessly even in more adverse conditions. Even if he does not eat himself, he provides a handful of rice to his child.

Above all, many blessings/prayers for all the fathers and mothers of the world. At the same time, many requests were made to those children who grew up in adversity, and prayers were also made to the great creator for their wisdom/good thinking. Because these days, many incidents are happening in front of us where the neglect of children towards parents is at a severe level. And it is not acceptable in any way!

Army Multimedia  

Army Multimedia

Army Multimedia is Basically content creator for the army navy and airforce of Bangladesh & International. You Can visit our all social media to learn about the world military. Always video Uploading on Facebook & youtube about the military.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!