সেনাসদস্য নাইচ আলীর সড়ক দূর্ঘটনা – ছেলের আকিকা করা হলো না

ল্যান্স কর্পোরাল নাইচ আলী তার ছেলের আকিকার জন্য ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। অনুষ্ঠানের গরু জবাই করে পাড়া-প্রতিবেশী এবং স্বজনদের মাঝে মাংসও বিলি করেছেন তিনি। বাড়িতে খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন তথা অনুষ্ঠানটি খুব আনন্দের সাথেই করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা আর হলোনা।মুহুর্তেই সকল আনন্দ যেন বিষাদে রুপ নিয়েছে। তিনি তার ছেলের আকিকার অনুষ্ঠানের দিন বাজার করতে গিয়েছিলেন আর সেই যাওয়াই হলো সারাজীবনের জন্য যাওয়া আর ফিরে আসা হলোনা পরিবারের কাছে। তিনি বাসচাপায় নি’হত হয়েছেন। এভাবে সড়ক দূর্ঘটনা আর কত ঘটতে থাকবে; আর কত পরিবারকে স্বজন হারা করবে?

গত রবিবার তথা ১১ ডিসেম্বর ২০২২ তারিখ বেলা সাড়ে ১১ টার দিক জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের উপজেলা পরিষদ কার্যালয়ের ঠিক সামনেই এই মর্মান্তিক দু’র্ঘটনাটি ঘটে যায়। এই ঘটনায় বাসটিকে যদিও জব্দ করা হয়েছে এবং ড্রাইভার মফির উদ্দিনকে (৫৮) ইতিমধ্যেই আটক করেছেন পুলিশ কর্তৃপক্ষ।

নিহত নাইচ আলী (২৯) আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহিতুড় গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি খাগড়াছড়ি সেনা ক্যাম্পের ৬ ইষ্টবেঙ্গল ইউনিট, বাগাইহাট জোনের ল্যা’ন্স করপোরাল পদে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্রে জানা গেছে যে, মাত্র ১১ দিন আগে ছেলেসন্তানের বাবা হন নাইচ আলী। আর এই সুন্দর মুহুর্তের সাথে নিজেকে অংশগ্রহণ করার জন্য সন্তানের আকিকা করতেই ১৯ দিনের ছুটি নিয়ে বাড়িতেে এসেছেন। তিনি মোট দুই সন্তানের জনক ছিলেন । তার মেয়ের বয়স মাত্র তিন বছর।

তার মৃ’ত্যুর খবর বাড়ি পৌঁছালে আনন্দ বিষাদে রূপ নেয় মুহুর্তেই। এই মর্মান্তি ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, “ময়না তদন্তের জন্য সেনাসদস্য নাইচ আলীর মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এই ঘটনায় পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বোপরী বলতে চাই যে, এমন দূর্ঘটনা আর কত এই বাংলাদেশে ঘটতে থাকবে?????

ভূয়া ড্রাইভিং লাইসেন্স আর অদক্ষ ড্রাইভার ব্যবস্থাপনা কী কোনদিনই সংশোধন হবেনা?

(বাংলাদেশের মহাসড়ক শৃঙ্খলার দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া উচিত, যাতে যানযন থেকে শুরু করে একটি নিরাপদ এবং সু-শৃঙ্খল সড়ক বাংলাদেশের মানুষ উপহার পায়)!

– Army Multimedia 

www.armymultimedia.com

Army Multimedia

Army Multimedia is Basically content creator for the army navy and airforce of Bangladesh & International. You Can visit our all social media to learn about the world military. Always video Uploading on Facebook & youtube about the military.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!