বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসারের নিয়োগ – ২০২২
অনেকের বহুল কাঙ্খিত এবং প্রত্যাশার বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার পদের নিয়োগটি সদ্য প্রকাশিত হয়েছে। এই নিয়োগটিতে সাধারণত যারা গ্রাজুয়েশন সম্পন্ন কিংবা বিএ/ অনার্স সমমান কোন ডিপ্লোমা সম্পন্ন তাদের জন্য বেশ যথাপযুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। অন্যদিকে কমিশন্ড অফিসার হওয়ার ক্ষেত্রে জেনারেল শাখার ছাত্রদের ক্যাডেট কলেজের ছাত্রদের সাথে পেরে উঠা হয়না বলেই, সরাসরি কমিশন্ড অফিসার হয়ে উঠা সাধ্যের বাইরে চলে যায় অনেকটাই। তাই, তাদের জন্যও এই নিয়োগটি হতে পারে বেশ কার্যকর। তাহলে চলুন নিয়োগটি সম্পর্কে বিস্তারিত জানি।
শিক্ষাগত যোগ্যতাঃ
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পয়েন্ট থাকতে হবে। এর পাশাপাশি বিএ/বিএসসি/বিকম বা স্নাতক সমমান কোন ডিপ্লোমা কোর্সের সিজিপিএ নূন্যতম – ২ পণ্টেন্ট প্রাপ্ত হতে হবে। যাদের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, তাদের প্রাইরোটি অনেক বেশি। কারণ, একজন জুনিয়র অফিসারের সেনাবাহিনীতে মৌলিক কাজই হচ্ছে, সেনাসদস্যদের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেয়া এবং অন্যান্য শিক্ষামুলক কর্মকান্ডে দায়িত্ব পালন করা বা নেতৃত্বদান।
শারিরীক যোগ্যতাঃ
এবার আসি শারিরীক যোগ্যতায়। এই নিয়োগে কেবল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং যাদের উচ্চতা নূন্যতম ৫ ফুট ৬ ইঞ্চি। বুকের মাপ ৩০-৩২ ইঞ্জি এবং ওজন নূন্যতম ৪৯.৯০ কেজি। তবে বয়স ও উচ্চতা অনুসারে আবার অতিরিক্ত ওজনধারী হলে হবেনা।
বয়সসীমাঃ আগামী ১২ই মার্চ ২০২৩ তারিখে ২০ বছর থেকে ২৮ বছর পর্যন্ত আবেদন করা যাবে। এমনকি বয়স ২৮ বছর হলেও, কেবল অবিবাহিত প্রার্থীগণই আবেদন করতে পারবেন। নূন্যতম ৫০ মিটার অবদী সাতার জানার সক্ষমতা থাকতে হবে একজন প্রার্থীকে।
আবেদনের বয়সসীমাঃ
আগামী ২৯ আগষ্ট থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে। আবেদন করার আগে এই লিং বা ওয়েবসাইট থেকে নিয়োগপত্রটি ডাউনলোড করে বিস্তারিত ভালোভাবে পড়ার জন্য অনুরোধ করা হলো।
আবেদন পদ্ধতিঃ
আবেদনের দিন তথা আগামী ২৯ আগস্ট ২০২২ তারিখে এই লিং বা সেনাবাহিনীর এই ওয়েবসাইটে প্রবেশ করে ব্যাক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন করতে হবে। যা খুবই সহজ। আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকেও নিজে আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ এবং সাবমিট করার পরে, একটি ইউজার আইডি পাবেন। এর পর, টেলিটক সিম থেকে ৫০০/- টাকা ফি প্রদান করতে হবে। যেমনটা নিচে দেখতে পাচ্ছেন, এই নিয়ম অনুসারে এসএমএস করতে হবে। পেমেন্ট সম্পন্ন হবার পর একটি পাসওয়ার্ড পাওয়া যাবে। তারপর আপনি আপনার ইউজার ও পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইট থেকে লগ ইন করে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করুণ। যা পরীক্ষার দিন অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রাদির সাথে সঙ্গে করে নিয়ে যাবেন।
রিক্রটিং পদ্ধতিঃ
প্রথমে নির্ধারিত সেনানিবাসে প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন হবে। প্রার্থীর জেলা অনুযায়ী পরীক্ষার তারিখ এবং নির্ধারিত সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তিতেই সংযোযিত করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল একই দিনে জানিয়ে দেয়া হবে এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রও নির্বাচিত প্রার্থীদের প্রদান করা হবে।
নির্বাচিত প্রার্থীদের আগামী ০২ ডিসেম্বর ২০২২ তারিখ রোজ শুক্রবার সকাল ৯ টায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ০১ থেকে ২ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে সেনাবাহিনীর এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। এর পর প্রার্থীদের নির্দিষ্ট দিনে, চূড়ান্ত মৌখিক ও ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হবে এবং নির্বাচিতদের নিয়োগপত্র প্রদান করে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রশিক্ষণঃ
মোট ১২ সপ্তাহের মিলিটারি বেসিক কোর্স এবং পরে ১৯ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, যেসকল প্রার্থী সৈনিক বা সেনাসদস্য থেকে নির্বাচিত হবেন, তাদের ১২ সপ্তাহের মিলিটারি বেসিক কোর্স করতে হবেনা। কারণ তারা ইতিমধ্যেই সম্পন্ন করে সৈনিক হয়েছেন (জিএমটি-জেনারেল মিলিটারী ট্রেনিং)। তারা কেবল অন্যান্যদের সাথে তথা ১৯ সপ্তাহের মৌলিক কোর্সে বা ট্রেড বেসিক কোর্সে যোগদান করবেন।
এভাবেই একজন জুনিয়র কমিশন্ড অফিসারের পথ চলা শুরু হয়।
আরো পড়ুন।