সামরিক বা সশস্ত্র বাহিনী কী?
বিশ্বের সকল দেশের ক্ষেত্রেই সামরিক বা সশস্ত্র বাহিনীর সংজ্ঞাটা আসলে একই। প্রতিটি দেশের সার্বিক দিক থেকে এবং সার্বভৌমত্বের বিষয়ের উপর পরিকল্পনা প্রণয়ণের মাধ্যমে, একাধিক বাহিনী বা সংস্থা গঠিত হয়। ভিন্ন ভিন্ন বাহিনী ভিন্ন ভিন্ন মন্ত্রনালয়ের অধিনে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। যেমন আমাদের বাংলাদেশে আনসার ভিডিপি; ব্যাটালিয়ন আনসার; পুলিশ; র্যাব এবং বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত। কিন্তু সেনাবাহিনী; নৌ বাহিনী এবং বিমান বাহিনী যাকে সম্মিলিতভাবে “ মিলিটারি ফোর্স ” বা সামরিক বাহিনী অথবা সশস্ত্র বাহিনী বলা হয়। এই সামরিক বা সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি নিজে। এই তিন বাহিনী প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে। আবার প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রি।
উপর্যুক্ত আলোচনার নিমিত্তে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে, সামরিক বা সশস্ত্র বাহিনীর ইংরেজি শাব্দিক অর্থ হলো “মিলিটারি ফোর্স”। বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত নাম হচ্ছে সামরিক বা সশস্ত্র বাহিনী। উক্ত সামরিক বা সশস্ত্র বাহিনীর দিবস হিসেবে প্রতি বছর ২১শে নভেম্বর এ সামরিক উদযাপন করা হয়। কারণ ২১শে নভেম্বর তথা সশস্ত্র বাহিনী দিবসের রয়েছে আবার অনেক ঐতিহ্যপূর্ণ ইতিহাস।
সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্বপূর্ণ তাৎপর্যঃ
বাংলাদেশের চির-স্বরণীয় এবং বাঙালি জাতীর রক্তমাখা কালো অধ্যায় তথা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধর সময় এই দিনে, পাকিস্তান নরপিচাশ স্বৈরাচারী বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং বিমান বাহিনী একযোগে মিলিত হয়ে আক্রমণের সূচনা করেছিলো। যেজন্য এই দিনটাকে চির-স্বরণীয় করে রাখার জন্য, জাতীয় জীবনে ২১শে নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করা হয়।
মূলত, এই তিন বাহিনীর সামরিক আইন একই রকম। মিলিটারি আইন হিসেবে তিনবাহিনীতে বিভিন্ন আইনি কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। তাছাড়া, চাকুরীর অভ্যন্তরীন এবং বাহ্যিক সকল সুযোগ সুবিধা একই রকম। মোট কথা সামরিক বাহিনী একই নিয়মে বা ধারাবাহিকতায় পরিচালিত হয়ে থাকে। যদিও সেনাবাহিনী হচ্ছে সিনিয়র এবং প্রধান দায়িত্বশীল বাহিনী। অর্থাৎ সিনিয়র এবং প্রধান দায়িত্বশীল বাহিনী হিসেবে সেনাবাহিনীই সকল দায়িত্ব পালন করে থাকে।
- বাংলাদেশ সেনাবাহিনীর শ্লোগান বা মূলমন্ত্র হচ্ছেঃ “ সমরে আমরা; শান্তিতে আমরা; সর্বত্র আমরা দেশের তরে ”।
- বাংলাদেশ নৌ বাহিনীর শ্লোগান বা মূলমন্ত্র হচ্ছেঃ “শান্তিতে; সংগ্রামে সমুদ্রে দূর্জয় ”।
- বাংলাদেশ বিমান বাহিনীর শ্লোগান বা মূলমন্ত্র হচ্ছেঃ ”বাঙলার আকাশ রাখিব মুক্ত”।

Pingback: অর্ডন্যান্স কোর অব বাংলাদেশ সেনাবাহিনী - Army Multimedia